প্রশ্ন :তেতুলের পানি বা লেবুর রস কি উচ্চ রক্তচাপ ও রক্তের চর্বি কমায় ?
উত্তর : এটি একটি প্রমাণহীন ধারণা মাত্র। তেতুলের পানি বা লেবুর রস পান করলে উচ্চ রক্তচাপ কমে আসে বা চর্বি কমে যায় --এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। বরং তেতুলের পানি বা লেবুর রস বেশি পান করলে গলাজ্বলা ,বুকজ্বলা ,টক ঢেকুর উঠে। তখন রোগীরা আবারো ঘাবড়ে গিয়ে ধারণা করতে পারেন যে এটা হার্টের ব্যথা কি না?তাই যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের এসবে কান না দিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।
প্রশ্ন :শিশুরা বড় হচ্ছে কি না বোঝার উপায় কি ?
উত্তর:আসলে একটি শিশু গড়ে বছরে ৫সেন্টিমিটার করে বাড়ে। তবে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বৃদ্ধির হার বিভিন্ন। যদি বছরে গড়ে ৫সেন্টিমিটার না বাড়ে বা সমবয়সীদের তুলনায় ছোট দেখায় ,তখন বুঝতে হবে যে শিশুর বৃদ্ধির হার ঠিক নেই।
0 Reviews