কিছু জানা অজানা প্রশ্ন: কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে ২৮,০০০গুণ বেশি। প্রাণীদের মধ্যে বিড়ালই সবচেয়ে বেশি ঘুমায়। (দৈনিক ১৮ঘন্টা ) একমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায়। মাছি মিনিটে ৮কিলোমিটার উড়তে পারে। পুরুষ ব্যাঙ ই বর্ষাকালে ডাকে ,আর তা শুনে কাছে আসে স্ত্রী ব্যাঙ। হামিং বার্ড পাখি পিছনের দিকে উড়তে পারে। গিরগিটি একই সময়ে তার চোখ দুটি দিকেই নাড়তে পারে। টিকটিকি এক সঙ্গে ৩০টি ডিম্ পারে। মাছ চোখ খোলা রেখে ঘুমায়। একমাত্র পিঁপড়েই কোনোদিন ঘুমায় না. ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। সিদকা পোকা একটানা ১৭বছর মাটির নিচে ঘুমায়। তারপর মাটি থেকে বেড়িয়ে এসে চিৎকার করতে করতে ৩দিনের মাথায় মারা যায়। সিংহের গর্জন ৫মাইল দূর থেকেও শোনা যায়। কাচ আসলে বালু থেকে তৈরি। আপনি প্রতিদিন কথা বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেন। একটি রক্ত কণিকা আমাদের পুরো দেহ ঘুরে আসতে সময় নেয় ২২সেকেন্ড। আপনি যদি একটা তারা গুনতে ১সেকেন্ড নেন ,তাহলে গ্যালাক্সির সব তারকা গুনতে আপনার সময় লাগবে প্রায় ৩হাজার বছর। চোখ খুলে হাঁচি দেয়া সম্ভব না। অনেকের ধারণা শামুকের দাঁত নেই ,অথচ শামুকের ২৫হাজার দাঁত রয়েছে। বিড়াল ১০০রকম শব্দ করতে পারে অথচ কুকুর পারে ১০রকম। পৃথিবীর প্রাণীদের মধ্যে ৮০ভাগই পোকামাকড়। একটি তেলাপোকা তার মাথা ছাড়া ৯দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে ,এরপর তারা সাধারণত খাদ্যাভাবে মারা যায়।
2 Reviews
Thhanks for the information
ReplyDeleteThanks
ReplyDelete