Read more
আফ্রিদির বয়স
ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় রহস্য সম্ভবত পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির বয়স। সেই রহস্য উন্মোচিত হলো এবার। নিজের আত্মজীবনী গেম চেঞ্জার এ আফ্রিদি লিখেছেন ,এত দিন সবাই তার যে বয়স জেনেছে সেটি আসলে ঠিক নয়। পাসপোর্ট অনুযায়ী তার জন্মতারিখ ১মার্চ ১৯৮০। তার আসল জন্ম তারিখ প্রকাশ না করলেও সালটা বলেছেন তিনি,সেটি হলো ১৯৭৫। ১৯৯৬ সালের অক্টবরে কেনিয়ার নাইরোবিতে একটি চার জাতি ওয়ানডে টুর্নামেন্টে তার আন্তর্জাতিক অভিষেক। ক্যারিয়েরের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি করে হৈ চৈ ফেলে দেন। সেই রেকর্ড নিয়ে বিতর্ক নেই ঠিক ,তবে সেটি ১৬বছর বয়সে নাকি ২১বছর বয়সে করেছিলেন সেটি নিয়ে এখনো বিতর্ক রয়েছে। আত্মজীবনীর তথ্য অনুযায়ী আফ্রিদির বর্তমান বয়স 45
বছর। ২০১০ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সময় তার বয়স ছিল ৩৫। ২০১৬ সালে টি টোয়েন্টি ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছিলেন ৪১ বছর বয়সে।
বছর। ২০১০ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সময় তার বয়স ছিল ৩৫। ২০১৬ সালে টি টোয়েন্টি ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছিলেন ৪১ বছর বয়সে।
6 Reviews
Thanks for the information
ReplyDeleteI love Shahid Afridi
ReplyDeletethanks,I love afridi
ReplyDeletethanks,I love afridi
ReplyDeletelove afridi
ReplyDeleteI love afridi and big fan of him
ReplyDelete