Read more
সোনার শৌচাগার যুক্তরাজ্যে
সোনার সিংহাসনের নাম শুনা যায়। তবে সোনার শৌচাগারের নামটি সম্ভবত বিশ্ব শুনেছে ইতালির শিল্পী মাউরিসিও কাতেলানের কল্যানে। প্রায় ৩ বছর আগে তিনি নিখাদ সোনা দিয়ে একটি আস্ত শৌচাগার গড়ে সাড়া ফেলে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। তিনি আমেরিকা নাম দিয়েছিলেন শিল্পকর্মটির। তার সেই শিল্পকর্মটি এবার যাচ্ছে যুক্তরাজ্যে। দক্ষিণ ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনিম প্রাসাদে এটি স্থাপন করা হবে।
অর্থনৈতিক বৈষম্যের প্রতি প্রতিবাদের ভাষা হিসেবে সোনার শৌচাগারটি তৈরি করেছিলেন শিল্পী কাতেলান। নিউয়র্কের গুগেনহাইম জাদুঘরে ২০১৬ সালের সেপ্টেম্বরে একটি প্রদর্শনীতে রাখা হয় এটি। এক পেনি দিয়ে আগত দর্শনার্থীরা যে কেউ এটি ব্যবহার করতে পারে। এই শৌচাগার একবার ব্যবহারের জন্য নিউয়র্কে কেউ কেউ ২ ঘন্টা ও লাইনে দাঁড়িয়ে ছিল। এ পর্যন্ত প্রায় ১লক্ষ লোক এটি ব্যবহার করেছে।
যুক্তরাজ্যেও শৌচাগারটি নেয়া হচ্ছে একটি প্রদর্শনীর অংশ হিসেবে। ব্লেনিম প্রাসাদের একটি স্নানাগারে এটি স্থাপন করা হবে। নিউয়র্কের মতোই সেখানেও দর্শনার্থীরা একটি সৌজন্য মূল্যের বিনিময়ে এটি ব্যবহার করতে পারবে।
পুরো ১৮ক্যারেট সোনা দিয়ে শৌচাগারটি তৈরি করা হয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্যে এটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমান আলোচনা চলছে এটি নিয়ে ,তাতে ধারণা করা হয় এই সোনার শৌচাগারটি এই প্রদর্শনীর প্রধান আকর্ষণ হতে যাচ্ছে।
প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এডওয়ার্ড স্পেনসার চার্চিল বলেন ,আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। তবু সোনার শৌচাগারে একবার বসার সুযোগ নিতে আমিও উদগ্রীব হব।
এই শৌচাগারে কত সময় কাটাতে পারবে লোকজন ,সেটি নিয়ে কিছু বলেননি আয়োজকরা। তবে চার্চিল বলেন,আমি আশা করব সবাই তাদের কাঙ্ক্ষিত সময় পাবে শৌচাগারে বসার জন্য ,তবে সেটা যেন বেশিক্ষণ না হয়।
এই শৌচাগারে কত সময় কাটাতে পারবে লোকজন ,সেটি নিয়ে কিছু বলেননি আয়োজকরা। তবে চার্চিল বলেন,আমি আশা করব সবাই তাদের কাঙ্ক্ষিত সময় পাবে শৌচাগারে বসার জন্য ,তবে সেটা যেন বেশিক্ষণ না হয়।
0 Reviews